সেবার মানোন্নয়ন নিশ্চিতে বন্দরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

- আপডেট সময়- ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে বন্দরে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫।
রোববার (২৫ মে) সকালে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। এসময় মেলার সভাপতিত্ব করেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম মোর্শেদ আল মারুফ এবং সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি বলেন, “ভূমি উন্নয়ন কর পরিশোধে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করতেই সারা দেশের ন্যায় বন্দরেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে এ সেবাকে শতভাগ ডিজিটাল ও ক্যাশলেস করেছে।
তিনি আরও বলেন, সাধারন নাগরিকেরা এখন পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা কল সেন্টার ও নাগরিক ভূমি সেবা কেন্দ্রের মাধ্যমে নামজারি, ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা দূর্নীতি ও দালাল মুক্ত গ্রহণ করতে পারছেন। এজন্য কাউকে কোনো ধরনের অনৈতিক আর্থিক সুবিধা প্রদান করতে হয় না। ভূমি সেবার মানোন্নয়নের লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ