সিদ্ধিরগঞ্জে ছু*রি*কা*ঘা*তে কিশোর খু*ন: পুলিশি হেফাজতে-২ কিশোর

- আপডেট সময়- ০৪:০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।
শনিবার (৩ মে) দিবাগত রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের কুতুবপুর লাকি বাজার সংলগ্ন ক্যানালপাড় সড়কে এ হত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত কিশোর ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল থানার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। সে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্ত এলাকা এনায়েতনগর ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে কয়েকজন কিশোর মিলে ইয়াসিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় জনসাধারণ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর ৩’শ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ ঘটনায় জড়িত সন্দেহে রমজান ও সানি নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম। তিনি বলেন, ঘটনার পর আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে দু’জনকে হেফাজতে নিয়েছি। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ