সড়কে কোনোভাবেই গরুর হাটের অনুমোদন দেয়া হবে না: আইনশৃঙ্খলা মিটিংএ ডিসি

- আপডেট সময়- ০১:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জে সড়কের উপর বা আশপাশে নিদিষ্ট স্থান ব্যতিত কোনোভাবেই গরুর হাট বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার (১২ মে) দুপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, গরুর হাটের ইজারার ক্ষেত্রে পরিস্কারভাবে বলে দিতে চাই, কোনোভাবেই রাস্তায় পাশে বা রাস্তায় হাট বসানো যাবে না। আমরা এ ধরনের হাটের কোনভাবেই অনুমোদন দেব না।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষ স্বস্তিতে জীবন পার করবে। এখানে চুরি ছিনতাই ও অন্যান্য কোনো ধরনের অপরাধ থাকবে না। মাদকের বিষয়টি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা মাদকের বিরুদ্ধে কাজ করছে, তাদের প্রতি আমার আহ্বান, আগামী ৭ দিনের মধ্যে যেন একটি দৃশ্যমান অগ্রগতি দেখতে পারি।
এছাড়া ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদ যাত্রায় যাতে সবাই নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে আমরা ঈদুল ফিতরের মতো করে এ ঈদের জন্যও প্রস্তুতি নিচ্ছি।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, ৩’শ শয্যা হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, আনসার ও গ্রাম প্রতিরক্ষার জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য,সুশীল সমাজসহ রাজনৈতিক সংগঠন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ