সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১মে)বিকেল ৪টায় মুন্সীগঞ্জ পৌরসভার সুপার মার্কেট চত্বরে আলোচনা সভার আলোচনা করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি খিদির আব্দুস ছালাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আ জ ম রুহুল কুদ্দুস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী ও জেলা উপদেষ্টা মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট নিউরো সার্জন ডাক্তার মুহাম্মদ সুজন শরিফ ও সিরাজদিখান উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মো: জিন্নাহ আলী মোল্লা।আলোচনা সভা শেষে র্যালি বের করে মুন্সীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।অন্যদিকে,মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে নানাবিধ কর্মসূচি পালন করা হয় এবারের প্রতিপাদ্য শ্রমিক-মালিক এক হয়ে,গড়ব এ দেশ নতুন করে।এদিন সকাল ৯.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।উদ্বোধনের পরপরই একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়,এতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো:রেজাউল করিম ও জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকরা।পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।এতে শ্রমিক প্রতিনিধি, পেশাজীবী,প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।সভায় জেলা প্রশাসক মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে রক্ত দেওয়া শ্রমিকদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বারোপ করেন।শ্রমিক কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ গঠনে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতার বিষয়ে তিনি আলোকপাত করেন।
এছাড়া,প্রধান উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ভার্চুয়ালি সংযুক্ত হয় এবং অনুষ্ঠানটি সবাই মিলে প্রত্যক্ষ করেন।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ