সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের ফাঁসি ও ৫ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ২২ বার পড়া হয়েছে

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জ শহরের ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।একই সঙ্গে ফাঁসির দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্তদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।বৃহস্পতিবার(৮ মে)বেলা ১১ টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করীম এ রায় ঘোষনা করেন।ফাঁসির দন্ডপ্রাপ্তরা হচ্ছেঃ মোঃমোসলেমের ছেলে,রনি ব্যাপরী(৩৫), মোঃজামালের ছেলে,রাকিবুল হাসান সৌরভ প্রধান (২৩) ও মৃত ইসমাইলের ছোট ছেলে শিহাব প্রধান (২৫)।এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হচ্ছেঃ মৃত- ইসমাইলের বড় ছেলে,শামীম প্রধান,মৃত-ইসমাইলের মেজো ছেলে,সাকিব প্রধান,মোসলেমের ছেলে, অনিক বেপারী,জাহাঙ্গীরের ছেলে,রায়হান ও জলিল এর ছেলে ছোট জাহাঙ্গীর।খালাসপ্রাপ্তরা হচ্ছেঃজামাল,আসাদুল্লাহ আল গালিব,রোহান,
ইমরান,রাহুল,পরশ,বড় জাহাঙ্গীর,রাফি,রামিম, লিমন।মামলার বিবরনে জানা গেছে, ২০২১ সালের ২৪ মার্চ দিনগত রাত ১১ টার দিকে ইভটিজিংকে কেন্দ্র করে সালিশি বৈঠকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় হামলায় আওলাদ হোসেন মিন্টু প্রধান(৪৫),মো:ইমন পাঠান(২০) ও মাহবুব হোসেন সাকিব(১৯)নামে ৩ জন নিহত হন।এ ঘটনায় নিহত মিন্টু প্রধানের স্ত্রী খারেদা আক্তার বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ