সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, ক্যাম্পাস নিউজ, গণমাধ্যম, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, ফরিদপুর, ফিচার, বাংলাদেশ, শিক্ষা ও সাহিত্য
প্রধান উপদেষ্টা বরাবর ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের স্মারকলিপি

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৩:২৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১১৫১ বার পড়া হয়েছে

মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর প্রতিনিধি।।
প্রধান উপদেষ্টা বরাবরে ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা দেশব্যাপী জেলা প্রশাসক দের কাছে বকেয়া বেতন-বনাস দ্রুত প্রকল্প পাশ সহ চার দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন।
রোববার (২৫ মে)বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানান শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন।

সূত্রে জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দেশব্যাপী এক হাজার দশটি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে অনুমোদনে বিলম্ব হওয়ায় জানুয়ারি ২০২৫ থেকে গত ৫ মাস যাবত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীগণ বেতন-ভাতা পাচ্ছেন না।
গত রমজানের ঈদে তাদের পরিবারে খুশির ছোঁয়া লাগেনি। আসন্ন কোরবানির ঈদের পূর্বে বেতন-ভাতা না পেলে শিক্ষক-শিক্ষিকা ও সহায়ক কর্মীদের পরিবারগুলো এবং শিশু সন্তানরা ঈদের খুশি থেকে বঞ্চিত হবেন।
তাই দ্রুত প্রকল্প অনুমোদন এবং আসন্ন ঈদুল আযহার পূর্বেই বেতন-ভাতা পরিশোধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আওতায় ‘বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি’ আজ দেশব্যাপী জেলা প্রশাসকগণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন।

ইতিপূর্বে ২০২০ সালে প্রকল্প অনুমোদনে বিলম্ব হওয়ায় শিক্ষক-শিক্ষিকাগণ পূর্ণ এক বছরের বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়েছেন। কর্মরত থাকা অবস্থায়ও কেন বেতন-ভাতা দেয়া হয়নি, এর কোন সদুত্তর পাওয়া যায়নি।
অথচ করোনা কালীন এ সকল শিক্ষকগণ দেশব্যাপী করোনা রোগীদের সেবা, করোনায় মৃত লাশের সম্মানজনকভাবে গোসল, জানাজা, দাফন-কাফনে এবং বন্যার্ত এলাকায় উদ্ধার কাজ, জরুরি ত্রাণ সরবরাহ ও ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক বিহীন অবস্থায় ঢাকা সহ দেশব্যাপী ট্রাফিক সেবা প্রদান করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যা ঐ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ভাইরাল নিউজ হিসেবে আলেম শিক্ষকগণ অনেক প্রশংসা কুড়িয়েছিলেন।
জানা যায়, কিছুদিন আগে এই প্রকল্পের এক অনলাইন জনমত যাচাই-২০২৫ এ ইসলামিক ফাউন্ডেশনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পজেটিভ মতামতেরও রেকর্ড সৃষ্টি করেছে।
আরও জানা যায়, প্রকল্পের বাজেটের অর্থ অনুমোদন দিলেও অর্থ মন্ত্রণালয়ের জনবল এর মিটিং না হওয়ায় প্রকল্পের প্রিএকনেক আটকে আছে।
শ্রমের মর্যাদা প্রদান ও মানবিক দিক বিবেচনায় দ্রুত প্রকল্প অনুমোদন করে আসন্ন ঈদের পূর্বেই বকেয়াসহ সকল বেতন-ভাতা পরিশোধ করার জোর দাবি জানিয়েছেন প্রকল্পে কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং অফিস সহায়ক কর্মীরা।
তারা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকগণ যেখানে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন সেখানে ইফা’র দারুল আরকাম মাদ্রাসা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা ও অফিস সহায়ক কর্মীরা বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন; এমন বৈষম্য কাম্য নয়।
এ বিষয়ে বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন বলেন, গত বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয়ের কাছে বকেয়া বেতন-বনাস, দ্রুত প্রকল্প পাশ সহ ৪ দফা দাবিতে আমরা স্মারকলিপি জমা দিয়েছি।
দাবিগুলো হলো-
১. দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিচালনা ও সুসংহতকরণ প্রকল্প দ্বিতীয় পর্যায় দ্রুত অনুমোদন করা।
২. আসন্ন ঈদুল আযহার পূর্বে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও অভ্যাস কর্মীদের জানুয়ারি ২০২৫ ইং হতে পাঁচ মাসের বেতন ও বোনাস পরিশোধ করা।
৩. বিদ্যমান শিক্ষক-শিক্ষিকা ও কর্মীগণকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে বহাল করা এবং
৪. প্রকল্পের ২০২০ সালে কর্মরত শিক্ষকগণের বেতন-বনাস সহ এক বছরের বকেয়া পরিশোধ করা।
এসময় বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মুফতী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হোসাইন, সিনিয়র সহ-সভাপতি মুফতি নাজমুল হুদা কাসেমী, মাওলানা আবুল খায়ের নোমানী, মাওলানা ইয়াসিন আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আহমদ কবির, মাওলানা মুনিরুজ্জামান, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা কামরুল ইসলাম, সাংবাদিক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, সাংবাদিক মাওলানা আ. রাজ্জাক সহ সকল জেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এখনো জনবল এর মিটিং হয়নি, হওয়ার পরে প্রিএকনেক। এরপরে প্রকল্পটি একনেকে উঠবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ