নারায়ণগঞ্জে বিচারকের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মুহুরী সিয়াম গ্রেপ্তার

- আপডেট সময়- ০২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারকের স্বাক্ষর জালিয়াতি অভিযোগে এক মুহুরি গ্রেপ্তার।
সোমবার(২৬ মে) দুপুরের দিকে সিয়াম আহম্মেদ নামের এক আইনজীবীর সহকারী(মুহুরি) কে আটক করেছে কোর্ট পুলিশ।
তথ্য সূত্রে জানা গেছে, ভুয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত জাল তৈরি করে ভুক্তভোগীদের কাছে বিপুল পরিমাণে অর্থের বিনিময়ে সর্বরাহ করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর সহকারী (মুহুরী) সিয়ামের বিরুদ্ধে।
জানা গেছে, মুহুরী সিয়াম আহম্মেদ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী(মুহুরি) ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দায়ের করা একটি হত্যা চেষ্টার মামলায় মো. রুবেল ভূইয়া নামে এক আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।
এর পরবর্তীতে রুবেল ভূইয়া ওই আইনজীবীর সহকারী সিয়াম আহমেদের সাথে যোগাযোগ করলে সে নিজেই সুকৌশলে অর্থের বিনিময়ে বিজ্ঞ বিচারকের স্বাক্ষর জাল করে একটি ভূয়া আদেশনামা ও পরোয়ানা ফেরত (জামিননামার) কাগজ তৈরি করে রুবেল ভূঁইয়াকে দেন।
এদিকে ওই মামলায় রবিবার রাতে রুবেলকে রূপগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করলে তার স্বজনরা মুহুরী সিয়াম আহমেদের দেয়া ওই আদালতের ভুয়া জাল আদেশনামা ও পরোয়ানা (জামিননামার) ফেরতের কাগজ দেখান। এসময় পরোয়ানা ফেরত বা জামিননামার কাগজের বিষয়টি রূপগঞ্জ থানার ওসির সন্দেহজনক মনে হলে তিনি সেটি যাচাই-বাছাইের জন্য কোর্ট পুলিশের পরিদর্শককে পাঠান।
কোর্ট পুলিশের পরিদর্শক যাচাই বাছাই করে আদালতের আদেশ ও পরোয়ানা ফেরতের কাগজটি ভুয়া হিসেবে নিশ্চিত করেন।
বিচারকের স্বাক্ষর নকল করে এমন জামিননামার কাগজের বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের
এ ঘটনা বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ কাইউম খান জানান, বেশ কয়েক মাস আগে থেকেই আমাদের কাছে আইনজীবীদের কয়েকজন অভিযোগ করছিলেন আদালত থেকে কোনো একটি চক্র বিজ্ঞ বিচারকগণের স্বাক্ষর জাল করে বিভিন্ন আদেশনামা এবং পরোয়ানা ফেরত তৈরি করে প্রতারণা করছে এমন তথ্য রয়েছে।
এর পরবর্তীতে রবিবার রাতে রূপগঞ্জ থানায় পরোয়ানা ফেরতের কাগজ আমাদের কাছে পাঠানো হলে এটি জালিয়াতি ধরা পরে।
কাইউম খান আরও বলেন, যাচাই-বাছাই শেষে এবং আসামীদের তথ্য সূত্রে জানতে পারি অ্যাডভোকেট ধীরেন সরকারের সহকারী(মুহুরি) সিয়াম আহমেদ বিচারকের সিল-স্বাক্ষর নকল করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে তার অপরাধের কথা স্বীকার করে
এ বিষয়ে অ্যাডভোকেট ধীরেন সরকার জানান, সিয়াম আহমেদ আমার সহকারী(মুহুরি ছিলো। তবে তার এই জালিয়াতির বিষয়ে আমার কিছুই জানা ছিল না। সে মারাত্মক অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।কারন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাকে সাথে সাথে আমার সকল ধরনের কাজকর্ম থেকে অব্যহুতি দেয়া হয়েছে।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হামিদুর রহমান জানান, আমরা ওই সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। তার পরিচয়পত্র বাতিল করা হয়েছে। আইনানুযায়ী তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী সরকার হুমায়ুন জানান, মুহুরী সিয়াম আহমেদ নামে বিচারকের স্বাক্ষর জালিয়াতির কথা শুনেছি। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি সিয়াম যে আইনজীবীর সহকারী(মুহুরি) ছিল তাকে ডেকে এনে বিষয়টি অবগতসহ সতর্ক করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ