নারায়ণগঞ্জে কাল থেকে পূনরায় চালু পাসপোর্ট অফিসের কার্যক্রম

- আপডেট সময়- ০৫:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালু হচ্ছে কাল।
আগামীকাল রবিবার (৪ মে) থেকে জেলার সকল পাসপোর্ট প্রত্যাশীগন সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন।
প্রথম কর্মদিবসে পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শনে যাবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে গত ৩০ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রবিবার থেকে স্বশরীরে আবেদন পত্র জমা, বায়োমেট্রিক এনরোলমেন্টসহ সকল কার্যক্রম পূর্ণরায় চালু হবে নারায়ণগঞ্জ অফিসে।
প্রসঙ্গ উল্লেখ্য যে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভবনের সঙ্গে পুড়ে যায় সকল আসবাবপত্র ও গ্রাহকদের প্রস্তুতকৃত প্রায় ৫ হাজারেরও বেশি তৈরি পাসপোর্ট।এর পরবর্তীতে কর্তৃপক্ষ অফিসটি বন্ধ ঘোষণা করে। তবে জেলার পাসপোর্ট সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থায় নারায়ণগঞ্জ জেলাকে তিনটি ভাগে বিভক্ত করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী এবং মুন্সীগঞ্জ অফিস থেকে এ জেলার পাসপোর্ট সেবা দেওয়া হয়। তবে এ ব্যবস্থায় জনসাধারণের ভোগান্তিতে পরতে হয়।
অবশেষে বহু প্রতিক্ষার দীর্ঘ নয় মাস পর অফিসটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলার অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে জেলার পাসপোর্ট প্রত্যাশীগন। তবে আগামী কাল থেকে সরকারি সময় অনুযায়ী সকল ধরনের কার্যক্রম পরিচালিত হবে।