না’গঞ্জে আইভীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ত্বকীর বাবার ফেসবুক পোস্ট

- আপডেট সময়- ০১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার সাবেক মেয়র আইভির নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৬টার দিকে সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা ত্বকী মঞ্চের প্রধান রফিউর রাব্বি।
শুক্রবার সকালে নিজ ফেসবুকে দেওয়া এক পোস্টে রাব্বি লেখেন, ‘ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।
নারায়ণগঞ্জকে নরক বানানো শামীম ওসমানকে সরকার ও বিএনপির নেতারা পালাতে সহায়তা করল, আর আইভীকে গ্রেপ্তার করা হলো।’
তিনি প্রশ্ন তোলেন, ‘যার সাথে আইভীর সাপ-নেউলের সম্পর্ক, সেই শামীম ওসমানের সঙ্গে আইভী কীভাবে হত্যা করলেন? সরকার বলছে মামলা হলেই গ্রেপ্তার নয়, তদন্তের পর ব্যবস্থা। অথচ এখানে রাতভর ঘিরে রেখে সকালে গ্রেপ্তার করা হলো।’
রাব্বি অভিযোগ করেন, সরকারের কিছু কর্মকর্তার ‘অতি উৎসাহে’ সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, ‘৫ আগস্টের পরে আইভী পালিয়ে যাননি। তিনি নিজের বাসায় ছিলেন। তাহলে রাতভর নাটক কেন? আমরা দেখছি সরকার অনেক কিছু সামাল দিতে পারছে না।’
আইভীর কর্মকাণ্ডের প্রশংসা করে রাব্বি লেখেন, ‘আইভী কখনও দলীয় সংকীর্ণতা দেখাননি। বিএনপি-জামায়াতসহ সব দলের লোকদের সমান সহযোগিতা করেছেন। এজন্য শেখ হাসিনার সুনজরে যেতে পারেননি।’
দুদকের বিষয়ে রাব্বি জানান, শামীম ওসমান তিনবার দুদকে অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কিছু প্রমাণ হয়নি। ৫ আগস্টের পর নতুন করে তদন্ত শুরু হলেও সেখানেও কিছু পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
রাব্বি আরও বলেন, ‘আইভী যদি অপরাধ করে থাকেন, বিচার হোক। কিন্তু বিনা অপরাধে শাস্তি মেনে নেওয়া হবে না। আইভী অবশ্যই ন্যায়বিচার পাবেন রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।’
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ