সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কলকাতা, কুষ্টিয়া, খুলনা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাংলাদেশ, বিজিবি
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

হৃদয় রায়হান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে যে কোন প্রকারের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলা এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সীমান্ত পথে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটলিয়ন কুষ্টিয়া সীমান্তে নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে। বিজিবি ৪৭ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান জানান, ৫ আগষ্টের পর থেকেই কুষ্টিয়া সীমান্তে অধিকতর সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে। মাদক পাচাররোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে আছি। পাশাপাশি আমাদের মূল দায়িত্ব সীমান্তের অখন্ডতা রক্ষা করা এবং দায়িত্বপুর্ণ এলাকায় নিরাপদ ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখা- এক্ষেত্রে কোন ছাড় দিচ্ছি না। তিনি আরো জানান, বিএসএফ এর সাথে আমাদের পেশাগত ও সৌহার্দপুর্ণ।। ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে কুষ্টিয়া সীমান্তে প্রতিপক্ষের কোন তৎপরতা নেই। উল্লেখিত সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে আমাদের দায়িত্বপুর্ণ এলাকায় এখনো পর্যন্ত কোন ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বিধি মোতাবেক বিদ্যমান প্রেক্ষপটে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সীমান্তে নজরদারী, টহল ও জনবল প্রয়োজন অনুসারে বৃদ্ধি করা হয়েছে। এদিকে সীমান্ত এলাকায় খোজ নিয়ে জানা গেছে, বিজিবির বাড়তি টহল ও নিরাপত্তা জোরদার করায় স্বস্তিতে আছে সীমান্তবর্তি এলাকার বাসিন্দাররা।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ