সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পূর্বাভাস, বাগেরহাট, বাংলাদেশ, শরণখোলা
প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে শরণখোলার ৪ নং সাউথখালী তেরাবেকা রিং বাধ

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ১২:১৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম,
শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধি।।
বাগেরহাটের শরনখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বলেশ্বর নদীর তীরবর্তী পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বাইরে তেরাবেকা বাজার থেকে শরণখোলা পর্যন্ত একটি দূর্বল রিংবাধ গতকাল বৃষ্টিতে ভেঙে গেছে। রিংবাধটি গতবারও রিমেলে ভেঙে গিয়েছিল – এরপর জিআরের চাল দিয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করা হয়েছিল।
এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বাইরে হওয়ায় এখানে তারা কোন ব্যয়/মেরামত করে না।
রিং বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধের বাইরে হওয়ায় প্রতি বছর বর্ষায় এলাকাবাসী আতঙ্কে থাকে কখন পানিতে সব তলিয়ে যায়।পানি নেমে যাওয়ার পরে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, এ রিং বাধটি মেরামত করা অতীব জরুরী ।
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ