ঈশ্বরদীতে সড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতি

- আপডেট সময়- ১২:২৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

মামুনুর রহমান,ঈশ্বরদী,পাবনা।।
ঈশ্বরদীতে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতরা অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭টি গরু ডাকাতি করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-নাটোর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরদীর মুলাডুলি-শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাত দল আরেকটি ট্রাক দিয়ে গরু বহনকারী ট্রাককে ব্যারিকেড দিয়ে ট্রাকের চালকসহ তিনজনের হাত-পা ও মুখ বেঁধে ঈশ্বরদী থেকে রাজশাহীর চারঘাটে সড়কের পাশে ফেলে রেখে যায়। লালন শাহ সেতুর সিসিটিভি ফুটেজে দেখা যায় গরু বহনকারী ট্রাকটি সেতু পার হয়ে ভেড়ামারা অতিক্রম করছে। ধারণা করা হচ্ছে অন্য আরেকটি ট্রাকে চালক সহ তিনজনকে জিম্মি করে চারঘাটে নিয়ে গিয়ে সড়কের পাশে ফেলে রাখে। পুলিশ জানিয়েছে গরুগুলো কোরবানির হাটের জন্য ব্যাপারীরা দিনাজপুর থেকে অন্য জেলায় নিয়ে যাচ্ছিলেন। ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুজ্জামান আজ বুধবার বিকেলে মোবাইলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইতিমধ্যে ডাকাতির ট্রাকটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। তবে গরুগুলো এখনো উদ্ধার হয়নি। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ডাকাতির বিষয়ে জোর তদন্ত চলছে। ডাকাত গ্রেপ্তারে বিশেষ অভিযানও শুরু হয়েছে। গরু উদ্ধারেও চেষ্টা চলছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ