সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, টঙ্গী, ঢাকা, দেশজুড়ে, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রাজনীতি
উত্তরার খিলখেতে স্থানীয় দোকানপাটে নিয়মিত চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার-২

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৯:৪২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

এস কে সানি (উত্তরা ঢাকা):
খিলক্ষেত বাজার এলাকায় স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদাবাজির অভিযোগে উঠে এসেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) মোঃ আব্দুর রহিম এবং মোঃ মনির হোসেন লিটনকে উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গ্রেফতার করেছে।
দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ রাত ১১:১৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ।
স্থানীয় দোকানপাট হতে নিয়মিত চাঁদা আদায়কারী মোঃ আব্দুর রহিম এবং মনির হোসেন লিটনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উক্ত দুইজন চাঁদাবাজ নিয়মিতভাবে খিলক্ষেত এলাকার বিভিন্ন দোকানপাট হতে দৈনিক হারে চাঁদা আদায় করে থাকে।
এছাড়াও চাঁদাবাজ মোঃ মনির হোসেন লিটনের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ৮টি মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ