নারায়ণগঞ্জে বস্তাবন্দি দুই নারীসহ এক শিশুর অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার

- আপডেট সময়- ১০:১৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর অর্ধগলিত বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবা ঘেঁষা দেয়ালের পাশ থেকে শিশুসহ ৩টি মরদেহ উদ্ধার করা হয়।লাশগুলো অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, স্থানীয়রা ডোবার পাশে দেয়াল ঘেঁষা একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে ততক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে এদের মধ্যে একটি শিশুও রয়েছে। পুরো বস্তা খুলে দেখা যায় এর মধ্যে দুইজন নারী এবং একটি শিশুর লাশ রয়েছে।
ওসি আরও জানান, উদ্ধারকৃত মরদেহগুলোর মাথা, হাত-পাসহ বিভিন্ন অংশ খণ্ডিত করে বস্তাবন্দি করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ পোস্টমর্টেম জন্য পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে এর প্রকৃত কারনসহ বিস্তারিত জানানো হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ