সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড: ১৪টি দোকান ভস্মীভূত

- আপডেট সময়- ০৭:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মক্কীনগরে একটি ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে , এতে ১৪টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।
মঙ্গলবার(১ এপ্রিল) দিবাগত রাত ৪টায় এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। এসময় তারা কাঁচপুর ফায়ার সার্ভিসে স্টেশনে ফোন দিলে ততক্ষণাৎ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি, কেউ বলতেও পারেনি।
ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন।
এ অগ্নিকান্ডের ঘটনা ফায়ার সার্ভিসের কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আগুনের সূত্রপাত এবং মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না । তবে দাহ্যজাত দ্রব্য কাঠ থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পোহাতে হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ