সংস্কারের নামে নাটক মঞ্চস্থ না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
- আপডেট সময়- ০৫:১৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি।।
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘একটি দল ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালানোর দাবি করছে। কিন্তু ৩৬ দিনের আন্দোলনে হাসিনা পালায়নি। এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। গণবিস্ফোরণে হাসিনা ভারতে পালিয়ে গেছে।’
‘বর্তমান সংস্কার নিয়ে যারা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন।’ তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
বিকেলে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে সকাল ১১টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।
বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।
নিউজটি শেয়ার করুন..

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ




































































































