সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, মৌলভীবাজার, রাজনীতি, শ্রীমঙ্গল, সিলেট
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাংগঠনিক মতবিনিময় সভা

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১০ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯শে এপ্রিল) শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ স্টার কমিউনিটি সেন্টারে বিকেল ৪টায় এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মোবারক হোসেন লুপ্পার সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্ববায়ক কমিটির অন্যতম সদস্য দুরুদ আহমেদ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক তাজ উদ্দিন তাজু, যুগ্মআহ্বায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মকসুদ আলী, পৌর বিএনপি’র আহ্বায়ক শামিম আহমেদ, পৌর কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সুফি মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু, পৌর যুবদলের আহ্বায়ক সরোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক রুমেল খান, শ্রমিকদল সভাপতি মোহাম্মদ আলী, তাঁতিদলের সভাপতি সবুজ আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান মিয়া, যুগ্মআহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন,
কিছু নৈব্য বিএনপি আছে যারা আওয়ামীলীগ আমলে কোটি কোটি টেন্ডার বানিজ্য করে এরা এখন বিএনপি বনে গিয়েছে। স্বৈরাচারী সরকারের মদদপুষ্টে বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারে মদদ দিয়েছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে সহানুভূতি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ