নারায়ণগঞ্জের চাষাড়ায় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং নাশতা রোধে ‘গ্রিন এন্ড ক্লিন’ কর্মসূচির আওতার অংশ হিসেবে চাষাড়া চত্বরের চারদিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় চাষাড়ার চারদিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান যেমন বিজয়স্তম্ভ, শহীদ মিনার, মিশন পাড়ার মোড়, বালুর মাঠ এবং ডাক বাংলোর মোড় এবং নূর মসজিদের সামনে পর্যন্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি)প্রত্যুষ কুমার মজুমদার। এছাড়াও অন্যান্যে মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই উদ্যোগ নারায়ণগঞ্জের জনসাধারণ সার্বিক নিরাপত্তার সাথে নির্বিঘ্নে চলাচলসহ ছিনতাই রোধে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে।পাশাপাশি যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসিটিভির মাধ্যমে প্রানকেন্দ্র চাষাড়া মোড় থেকে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, পরবর্তী একে একে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে, এতে করে সকল অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হবে, এ উদ্দ্যোগের ফলে নারায়ণগঞ্জ শহরটি একটি আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রযুক্তির সহায়তায় এ সিসিটিভি স্থাপনের ফলে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
এ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে ইতিমধ্যে শহরের চাষাড়ার গোল চত্বর থেকে চতূরদিকে ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।পরবর্তী প্রয়োজন অনুযায়ী আরো গুরুত্বপূর্ণ স্থানে পর্যাক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন।