সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুন্সিগঞ্জ, লৌহজং
লৌহজংয়ের পদ্মা সেতু এলাকায় পলিথিন-স্কচটেপে প্যাঁচানো খণ্ডিত মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু এলাকায় কাগজের কার্টনের ভেতর থেকে পলিথিন ও স্কচটেপে প্যাঁচানো অবস্থায় খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার(৪ এপ্রিল)বেলা তিনটার দিকে পদ্মা সেতু সংলগ্ন মেদিনীমন্ডল এলাকার একটি রেস্তরাঁর পাশ থেকে মরদেহের দুটি টুকরো উদ্ধার করা হয়।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে লৌহজংয়ে পদ্মা সেতুর মেদিনিমন্ডল এলাকার খান বাড়ি বাসস্ট্যান্ড থেকে মাওয়া বাজার যাওয়ার সার্ভিস সড়কের নিচে কাগজের একটি কার্টন পড়ে ছিল।কার্টনের পাশেই একটি অভিজাত রেস্তারাঁ রয়েছে।ওই কার্টনের পাশে মাছি উড়ছিল। সেখান থেকে উৎকট গন্ধ বের হচ্ছিল।কেউ কেউ এটি রেস্তরাঁর ফেলে দেওয়া পচা বর্জ্যও মনে করে। তবে সময়ের ব্যবধানে সেখানে উৎসুক লোকজন জড় হতে থাকে।বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তীব্র হয়।বেলা তিনটার দিকে কার্টন থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি পুটলি বের করা হয়।ওই পুটলির একটির অংশ কাটা হলে সেখানে মানুষের শরীরের খণ্ডিত অংশ দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।বিষয়টি জানতে পেরে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ও পদ্মা উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাকির হোসেন বলেন,আমরা অজ্ঞাত ওই লাশের মাথা ও শরীরের কিছু অংশ পেয়েছি।মাথা দেখে মনে হচ্ছে এটি কোন পুরুষের মরদেহ।যার চুল ছোট ছোট। লাশের আরও কিছু অংশ কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পাওয়া গেছে।সেখানে ক্রাইম সিনের একটি দল রয়েছে।সে দলটি আমাদের এখানেও আসবে।বিস্তারিত পরে বলতে পারব।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ