সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, ভৈরব
ভৈরবে পল্লী জাগরণী সংঘের সভাপতি হামিদ ও সাধারন সম্পাদক আমিনুল নির্বাচিত

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২২:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নয়ন মিয়া, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
কিশোরগঞ্জের ভৈরবে পল্লী জাগরণী সংঘের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে শিমুলকান্দি ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে উপজেলার সাত ইউনিয়ন নিয়ে ছাত্র ও যুবকদের নিয়ে গঠিত জাগরণী সংঘের ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভৈরব উপজেলার সাত ইউনিয়নের ছাত্র ও যুবকদের সমন্বয়ে গঠিত কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছে পল্লী জাগরণী সংঘ।
সংগঠনের আহবায়ক রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আবির মাহমুদ রুবেল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, যুবদল নেতা ইকবাল হোসেন দানিছ, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম আল আমিন। সংগঠনের সদস্য সচিব শফিকুল ইসলাম শেখ ও প্রতিষ্ঠাকালীন সদস্য আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আকরাম খান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
অনুষ্ঠানে প্রথম পর্ব শেষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠা কালীন সদস্য পারভেজ রানা কাজল, সুফি সুমন ,হোসেন মিয়া ও সংগঠনের সিনিয়র সদস্যগণ। ২০২৫ -২০২৭ কার্যকরী কমিটি গঠন প্রক্রিয়ার ২য় পর্বের শুরুতে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেন ৭ জন, সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেন ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেন ১ জন।
প্রার্থিতা ঘোষণার পর সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত জরি বোর্ড সর্বসম্মতিক্রমে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের আব্দুল হামিদকে সভাপতি, গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামের আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক পাভেল মৃধাকে নির্বাচিত করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ