বিএনপি নেতা রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময়- ০১:১৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে আনা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
রবিবার (২৭ এপ্রিল) এ সংবাদ সম্মেলনে আয়োজন করে ডিআরইউ কক্ষে।সেখানে তার ব্যবসায়ীক এবং পৈতৃক সম্পত্তির হিসাবও তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগের বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নিজেকে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দাবি করেন পাশাপাশি তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো ছাড়া আর কিছুই না।
আর যারা ষড়যন্ত্র করে এ ধরনের মিথ্যা অভিযোগ করছেন, তাদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন।
এ সময় দলীয় নেতাকর্মীরা তার সাথে সংহতি প্রকাশ করেন এবং রিয়াদ মোহাম্মদ চৌধুরীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলন শেষে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, সত্যের জয় হবেই, আর ষড়যন্ত্রের পরাজয় অবশ্যম্ভাবী।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ