বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশ’র সভাপতি হলেন প্রবীর কুমার সাহা

- আপডেট সময়- ০৪:৪৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এর কার্যকরী কমিটির (২০২৫-২০২৭) মেয়াদের অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রবীর কুমার সাহা, এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফায়েজুর রহমান ভূঞা, সহ-সভাপতি- আলী আকবর ভুঁইয়া, সহ-সভাপতি মো. খালেদ হোসেন অপু ও সহ-সভাপতি মো. মুুজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে কার্য-নির্বাহী সদস্য পদে নির্বাচিত বাকি ১৩ জন হলেন মো. সাইদুর রহমান মোল্লা, মো. হাবিব ইব্রাহিম বাবুল, মো. মাহফুজুর রহমান খাঁন (মাহফুজ), মো. নেছারউদ্দিন মোল্লা, মেজবাহ উদ্দিন চৌধুরী, মো. ফরহাদ রানা, মো. নিজাম মুন্সি, মির্জা ইমরান হোসেন, মোহাম্মদ মুসা, ননী গোপাল সাহা, সুভাষ চন্দ্র ধর, মো. শাহ আলম সিদ্দিকী ও প্রণব কুমার সাহা।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা শনিবার (২৬ এপ্রিল) বেলা ২টায় কার্যকরী কমিটির সংখ্যা গরিষ্ঠ ১৮ জনের উপস্থিতিতে নির্বাচিতদের এই নাম ঘোষণা করেন।
এসময় নির্বাচন বোর্ডের সদস্য মো. শাহেদ মাহমুদ শাজাহান ও দিলীপ ঘোষ এবং নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান রহমতউল্লাহ ফারুক ও নির্বাচন আপিল বোর্ডের সদস্য মো. মজিবর রহমান শিকদার ও জনাব রাজিব কুমার সাহা উপস্থিত ছিলেন পাশাপাশি নির্বাচন বোর্ডের সচিব মো. সিরাজুল ইসলামও উপস্থিত ছিলেন।
ক্লথ মার্চেন্ট এ্যাসোসিয়েশন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা বলেন, নির্বাচনের তফসিল অনুযায়ী নির্ধারিত সময় ও তারিখে ১৮টি পদের বিপরীতে ১৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগহ করেন এবং এই ১৮জন প্রার্থীই মনোনয়নপত্র জমা দেন।
এরপর যাচাই-বাছাই শেষে সকলের মনোনয়নপত্র বৈধ্যতা পাওয়ায় ১৮ জনকেই চুড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।
বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৮নং অনুচ্ছেদ এবং সংঘ বিধির ১৭ (৫) (ক) ধারা অনুযায়ী জেনারেল গ্রুপ হতে ১২ জন এবং এসোসিয়েট গ্রুপ হতে ৬ জনসহ সর্বমোট ১৮ জন কার্য-নির্বাহী সদস্য (২০২৫-২০২৭) হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মো. আমির হোসেন বাদশা মিয়া প্রমূখ।