নারায়ণগঞ্জ জেলা কারাগারের পুকুর হতে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

- আপডেট সময়- ১১:০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর বারোটায় অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত জেলা কারাগারের সামনের পুকুরে এক কিশোরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী ফতুল্লা মডেল থানা পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই) মো. ওয়াসিম জানান, মৃত ওই কিশোরের বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। তার পরনে ছিল সাদা রঙের পায়জামা। মুখের এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। নাক মূখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে এবং গালের একপাশে ক্ষতের চিহ্ন ও চেহারা ফোলা ছিল।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কিশোর মাদ্রাসার ছাত্র হতে পারে, সম্ভবত পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃত অজ্ঞাত কিশোরের পরিচয় শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি জেলার আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে।
ওসি শরীফুল ইসলাম আরও বলেন, পুকুরটি জেলা কারাগারের সামনে হলেও কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখানে প্রতীয়মান নেই বললেই চলে। এর ফলে এ পুকুরটিতে দিনে রাতে যখন তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা নেমে গোসল করেন। পুকুরটিকে এভাবে নিরাপত্তাহীনভাবে রাখা ঠিক নয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, পুকুরটি কারাগারের সামনে হলেও এটি সড়ক ও জনপদ বিভাগের হওয়ায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করতে পারছি না। তবে আজকের এ ঘটনার পর পুকুরটির সার্বিক নিরাপত্তার জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ