দেশের শীর্ষস্থানীয় তিন গণমাধ্যমের কর্মীকে চাকরিচ্যুত

- আপডেট সময়- ০৫:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
দেশে প্রতিষ্ঠিত তিন গণমাধ্যমে কর্মরত তিনজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার সাময়িক স্থগিত রয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দীপ্ত টিভির এক স্ক্রলে বলা হয়-‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সব সংবাদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।’ একইসঙ্গে দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে।
সূত্র বলছে, সম্প্রতি এক সংবাদ প্রতিবেদনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে ‘জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ’ সংক্রান্ত বিতর্কিত প্রশ্নের জের ধরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই ঘটনার জেরে চ্যানেল আইয়ের আরেক সংবাদকর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। পরে চ্যানেলটির অফিসিয়াল পেজে এই সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে। যাতে বলা হয়-‘সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’
এদিকে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মো. ফজলে রাব্বিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সাক্ষর করা অব্যাহতির চিঠিতে বলা হয়-আপনি রিপোর্টিংয়ের ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে ২৯ এপ্রিল থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ