গাজাবাসীর প্রতি সংহতির বার্তা নিয়ে না’গঞ্জ জেলা প্রশাসকের বর্ণীল পহেলা বৈশাখ পালন

- আপডেট সময়- ০৫:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:
সোমবার (১৪ এপ্রিল) সকালে নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়াস্থ কেন্দীয় পৌর শহীদ মিনার হতে বৈশাখী শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ফিলিস্তিনীদের প্রতি সংহতি প্রকাশের বার্তা নিয়ে বৈশাখ শোভাযাত্রায় নজর কাড়ে- মুখোশ, পোস্টার, প্ল্যাকার্ড সহ অন্যান্য শিল্পকর্মে ফুটে উঠে বাঙালীয়ানার বৈচিত্র্য। এছাড়াও ঘোড়ার গাড়ি, হাতি, ঢেঁকি, পালকি সহ বাঙালী সংস্কৃতির নানা আনুষাঙ্গিক বিষয়গুলো ভীষণ শোভা বাড়ায়। বাঙালীর ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহে এ-ই বর্ষবরণের আয়োজনে সমগ্র নারায়ণগঞ্জ জেলা যেনো বর্ণীল সাজে সেজে উঠেছে। বর্ষবরণ উৎসবকে ঘিরে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক প্রাঙ্গণে নানান বয়সের মানুষদের উপস্থিতিতে মুখরিত ছিল।
আলোচনা সভা শেষে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরে ইলিশ ভাজা ও বিভিন্ন প্রকারের ভর্তার সাথে পান্তা ভাত ছাড়াও নানারকমের পিঠা, পায়েশ এবং বাঙালীর ঐতিহ্যবাহী খাবারের আয়োজন দর্শনার্থীদের আনন্দে ভরিয়ে তোলে। নারায়ণগঞ্জ জেলার সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানেও নানা আয়োজন দেখা গেছে বাংলা নববর্ষ উপলক্ষে।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার স্থানীয় সরকার বিষয়ক উপ পরিচালক (উপ সচিব) ড. মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ. এম. সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডাঃ এ. এফ. এম. মশিউর রহমান, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহম্মদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, স্কুল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ