সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, ইসলাম ও জীবন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গণমাধ্যম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, রাজনীতি
গাইবান্ধায় ৬ দফা দাবি আদায়ে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
“৩৯ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবন-যাপন করছি, আর কত দিন?”—এই প্রশ্ন তুলে আজ রবিবার (২০ এপ্রিল) গাইবান্ধার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক টগবগে মানববন্ধনে মিলিত হয়েছেন শতাধিক ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক। স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন জেলা কমিটির ব্যানারে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সাত উপজেলার প্রাণপ্রিয় শিক্ষকরা।
মানববন্ধনে “আমরা জাতির বিবেক গড়ার কারিগর, অথচ আমাদেরই অধিকারগুলো কোথায়?”—এই প্রশ্ন ছুঁড়ে দেন বক্তারা। তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল না পাওয়ার বেদনা, আর ছিল ৬ দাবি আদায়ের অদম্য প্রত্যয়। তাদের দাবি গুলো হলো:
১. সব ইবতেদায়ি মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ।
২. ২০০৮ সালের রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার।
৩. কোডবিহীন মাদ্রাসাগুলোকে কোড নম্বরের আওতায় আনা।
৪. আলাদা নীতিমালা ও পাঠ্যসূচি অনুমোদন।
৫. অফিস সহায়ক নিয়োগ ও প্রাক-ইবতেদায়ি শ্রেণি চালুর অনুমতি।
৬. নীতিমালা-২০২৫ দ্রুত বাস্তবায়ন।
মানববন্ধনে বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ” আগামী ১২ তারিখের মধ্যে দাবি পূরণ না হলে ১৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হবো আমরা। সেদিন শুধু গাইবান্ধা নয়, দেশের সব জেলার শিক্ষকরা রাস্তায় নামবেন।”
তারা আরো বলেন, “আমরা আর ফাঁকি মানি না, আমরা চাই শুধু আমাদের প্রাপ্য সম্মানটুকু। শিক্ষকতার মতো পবিত্র পেশা কে আমরা কলঙ্কিত হতে দেব না। আমাদের দাবি যৌক্তিক, আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ, তাই যতদিন না প্রাপ্য সম্মান পাবো ততদিন এ আন্দোলন চালিয়ে যাব”।
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন জেলা কমিটির আহবায়ক তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, সদস্য সচিব সোহেল রানা এবং বিভিন্ন উপজেলার প্রতিনিধি শিক্ষকবৃন্দ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ