সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ
গাইবান্ধায় প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কলেজ ছাত্র আর তার মামীর প্রেমের কাহিনী এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে। এক সন্তানের মা শাপলা বেগম (২২) তার ভাগ্নে আরাফাত প্রামাণিকের (২০) সঙ্গে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন এবং গত ৮ এপ্রিল নিজের শিশুকন্যাকে নিয়ে ভাগ্নের হাত ধরে ঘর ছাড়েন।
শাপলা বেগমের বিয়ে হয়েছিল ২০২০ সালে পলাশবাড়ী উপজেলার হারুন অর রশিদ শাহিনের সঙ্গে। তাদের একটি তিন বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। স্বামী প্রায়ই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকতেন বলে জানা গেছে। এই সুযোগে শাপলার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে তার ভাগ্নে আরাফাত প্রামাণিক, যিনি বর্তমানে অনার্স পড়ছেন। ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত শাপলা সিদ্ধান্ত নেন আরাফাতের সঙ্গে চলে যাওয়ার।
গত ৮ এপ্রিল শাপলা বেগম বাড়ির গচ্ছিত টাকা, স্বর্ণালঙ্কার ও তার কন্যাকে নিয়ে আরাফাতের সঙ্গে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী হারুন অর রশিদ শাহিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি বাড়িতে না থাকার সুযোগে সে আমার সন্তান ও সম্পদ নিয়ে পালিয়েছে। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।”
অন্যদিকে, আরাফাত ও তার পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমান বলেন, “এ ধরনের ঘটনা শুনেছি, তবে বিস্তারিত তদন্ত করা হয়নি।”
এলাকায় এই ঘটনা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। কেউ কেউ এটিকে প্রেমের জয়গান করছেন, আবার অনেকেই নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের প্রশ্ন তুলেছেন। কিছু যুবক এমনকি “ওই দেখা যায় সোনার ভাগ্না আইসে আমার বাড়ি রে, পাগল করলো ভাগ্না রে!” -এই গানটি গেয়ে ঘটনাকে রোমান্টিকাইজ করার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ