সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম, ক্যাম্পাস নিউজ, গাইবান্ধা, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, রংপুর, শিক্ষাঙ্গন
গাইবান্ধায় এসএসসি পরীক্ষায় নকলের মহোৎসব: ১ শিক্ষকসহ ১০ পরীক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল ও মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় এক শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রের পরীক্ষায় এই অনিয়ম ধরা পড়ে।
সাঘাটা পাইলট বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করে তাদের বহিষ্কার করা হয়।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ ওঠে। পরিদর্শন করে তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। তবে, বহিষ্কারের পর ঘটনা আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিভাবক ও স্বজনরা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হুমকি দিতে শুরু করেন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকলে তা পুলিশের হস্তক্ষেপ নিয়ন্ত্রণে আসে।
সহকারী কেন্দ্র সচিব আনিছুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, “পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারের প্রমাণ পেয়ে আমরা তিনজনকে বহিষ্কার করেছি। এটি নিয়মেরই অংশ।”
গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় ৫ পরীক্ষার্থী নকলের অভিযোগে বহিষ্কার করা হয়। একই উপজেলার কামদিয়া দারুল উলুম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় ১ শিক্ষার্থী ও ১ শিক্ষককে নকল সহায়তার দায়ে বহিষ্কার ও দায়িত্ব থেকে সরানো হয়।
অপর দিকে সুন্দরগঞ্জ উপজেলার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ১ শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে পরীক্ষা কক্ষে ঢোকার কারণে বহিষ্কৃত হয়।
গোবিন্দগঞ্জ ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, “পরীক্ষায় অনিয়ম রোধে কঠোর নজরদারি চলছে। নকলের সঙ্গে জড়িত শিক্ষকসহ সবাইকে বিচারের আওতায় আনা হবে।”
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ