সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, কুলাউড়া, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সিলেট
কুলাউড়ায় পুলিশের ওপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার-৪

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কুলাউড়া থানার ভাটেরা ইউনিয়নে গত ৭ই এপ্রিল সোমবার বিকেলে মামলার আসামী মো: শহিদ মিয়াকে গ্রেপ্তারের সময় ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় দুষ্কৃতিকারীরা। আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন এসআই মো: ছাদেক মিয়া। ঘটনায় জড়িত অভিযোগে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, ভাটেরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ৯ নং ওয়ার্ড সম্পাদক মো: শহিদ মিয়াকে গ্রেপ্তার করতে এসআই মোঃ ছাদেক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। আসামী মো: শহিদ মিয়াকে আটক করে নিয়ে আসার পথে ভাটেরা রাবার বাগানের মেইন গেইটে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র পুলিশকে লক্ষ্য করে গালাগালাজ শুরু করে। এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী মো: শহিদ মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী ছিনিয়ে নেয়ার সময় এসআই মো: ছাদেক মিয়া আহত হন।
ঘটনাস্থল থেকে ফিরে এসে এসআই মো: ছাদেক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা (নং ১০(০৪) ২৫) দায়ের করেন। রাতেই পুলিশ ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খলিল মিয়া (১৮), জিমুল মিয়া (১৮), রুমন মিয়া (৩১), ইমন মিয়া (২৯), কে গ্রেপ্তার করে। অভিযুক্তদের সবার বাড়ি কলিমাবাদ গ্রামে।
কুলাউড়া থানার ওসি মো: গোলাম আপছার গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত ৪ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ছিনিয়ে নেয়া আসামী মো: শহিদ মিয়াসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
![]()
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ