সর্বশেষ:-
ঈশ্বরদীতে পুলিশের বিশেষ শাখার ডিআইজির রুপপুর প্রকল্প পরিদর্শন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৪:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মামুনুর রহমান, ঈশ্বরদী, পাবনা:
ঈশ্বরদীর রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশের ডিআইজি ইন্টারনাল অ্যাফেয়ার্স স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার মীর আশরাফ আলী। গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রুপপুর প্রকল্প পরিদর্শন শেষে পাবনায় উপস্থিত হলে তাঁকে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ ডিএসবি পাবনা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। রুপপুর প্রকল্প পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার ডিএসবি কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি ইন্টারনাল অ্যাফেয়ার্স (এসবি) ঢাকা মীর আশরাফ আলী। এ সময় তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ডিএসবি পাবনা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্য শোনেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এ্যান্ড অপস্ ) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রেজিনুর রহমান, ডিএসবি পাবনা মোঃ আনোয়ার হোসেন, পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালামসহ অন্যান্য অফিসার প্রমুখ।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ