অস্থিতিশীল কাঁচা বাজার: বাজারে সবজি প্রচুর থাকলেও ৮০ টাকার নিচে মিলছেই না

- আপডেট সময়- ০৫:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ ডেস্ক।।
রাজধানীর বাজারগুলোতে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। কাকরোল, ঢেড়শ, ধুন্দলের জন্য গুনতে হচ্ছে ১২০ টাকা। কেজিতে ২০ টাকা বেড়ে পেঁয়াজের দাম ৬০ টাকার বেশি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই দৃশ্যই দেখা যায়।
তবে সবচেয়ে বেশি ভোগাচ্ছে চাল। মজুত পর্যাপ্ত থাকার পরও মিনিকেট চালের কেজি ৯০, আর মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬০ টাকার বেশি। তবে বোতলজাত সয়াবিন তেল মিলছে সরকারের নির্ধারিত ১৮৯ টাকা লিটারেই।
বেগুন, করলা, কাঁচামরিচের কেজি পাইকারি বাজারেই ৮০ টাকার বেশি। সস্তার পেঁপের দামও ৫০ টাকা কেজি। পেঁয়াজের দামও মাত্রাহীন, কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। তবে দাম বাড়ানোর প্রশ্নে কোনো সদুত্তর নেই বিক্রেতাদের কাছে।
আর গত সপ্তাহের তুলনায় কিছুটা কম মুরগি দাম। ব্রয়লার ১৬০ আর সোনালীর কেজি ২২০ টাকা।
এদিকে অন্যান্য জেলায় তুলনায় নারায়ণগঞ্জে কাচা তরকারি দাম কম হলে এবার তার উল্টো, কারণ মুন্সিগঞ্জ কাছে থাকাতে প্রচুর পরিমাণে কাচা সবজি এখানে পাওয়া যেতো কম দামে। বাজারে কাচা সবজি থাকলেও এখানে ৬০ থেকে ৭০ টাকার নিচে কোনো কাচা তরকারি পাওয়া যাচ্ছে না.! নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বাজার হিসেবে খ্যাত শহরের দিগুবাবুর বাজার ঘুরে এমন অস্থিশীল চিত্র দেখা গেছে। পাইকারি বিক্রেতারা বলছে বাজারে সবজির আমদানি কিছুটা কম হওয়ায় চওয়া দামে কিনে বিক্রি করতে হচ্ছে।
এক ক্রেতা জানালেন, আমি বাজারে পেঁপে ৬০টাকা কেজি কিনেছি, যেখানে মাত্র কয়েকদিন আগে ২০টাকায় পাওয়া যেতো, পোটলা ভেন্ডি ৮০ টাকা,কাঁকরোল ১২০ টাকা কেজি ধরে কিনলাম। কি করব খেয়ে বাঁচতে তো হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ