মেট্রোর আদলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যুক্ত হলো দেশে তৈরি কমিউটার ট্রেন

- আপডেট সময়- ০৫:১৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে বহু প্রতিক্ষিত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন যুক্ত হলো মেট্রোর আদলে অত্যাধুনিক কমিউটার ট্রেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ নিয়মিত ট্রেন সংযোজন চলাচল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে প্রস্তুত নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন এ রুটে চলাচল করবে।
প্রতিটি ট্রেনগুলোতে ১১টি করে বগি রয়েছে।এসব ট্রেনে বসে এক সাথে একেকটি ট্রেনে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। ট্রেনের যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে হেটে যেতে পারবেন। আসনে বসে যাওয়ার পাশাপাশি অতিরিক্তদের দাঁড়িয়ে যাওয়ার সুব্যবস্থা রয়েছে।
ডিসি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। আপনারা জেনে থাকবেন এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেমকে জাগ্রত করতে চাই।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এরও আগে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পর থেকে যোগাযোগ ব্যবস্থার সমস্যা সমাধানসহ উন্নত ও সহজতর করতে স্থানীয় জনসাধারণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন।
তিনি এ জেলার রেল যোগাযোগ আরও বেশি উন্নত ও জনবান্ধব করতে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকায় রেল সংস্থা সাথে যোগাযোগ করে,তাদের ঐকান্তিকতায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ-ঢাকা মেট্রোরেলের আদলে যুক্ত করেন নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন।