নারায়ণগঞ্জের অদম্য জেলা প্রশাসক এগিয়ে চলছে মানবসেবায় ব্রত হয়ে

- আপডেট সময়- ০৫:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আলভীর দৃষ্টিশক্তি ফেরাতে পাশে থাকার কথা জানালেন ডিসি এবং সমাজে বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান..!
বিশেষ প্রতিবেদক।।
থেমে নেই নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসকের(ডিসি) অদম্য মানবসেবা! এবার এক দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী হাকিমা আক্তার আলভীর দৃষ্টিশক্তি ফেরাতে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা।
সম্প্রতি ওই দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী আলভী জেলা প্রশাসক বরাবর আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছিলেন আলভীর মা রাশিদা বেগম। তার আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক সাহায্যের হাত বাড়িয়ে দেন।
রোববার(৯ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে হাকিমা আক্তার আলভীর ডাক পরে চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক নেয়ার জন্য। তখন মা মেয়ে দুজনই আবেগাপ্লুত হয়ে পরেন, এসময় জেলা প্রশাসক(ডিসি) নিজ হাতের তাদের আর্থিক সহায়তার অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে জন্মের পর থেকেই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছিলেন কিশোরী হাকিমা আক্তার আলভী। কিন্তু আর্থিক অভাব অনটনের কারনে কিছুতেই চিকিৎসা করাতে পারছিলেন না তার পরিবার।
অবশেষে শেষ সম্বল জমিটুকু বিক্রি করে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ঋণ করে ভারতের চেন্নাইয়ের বিখ্যাত শংকর নেত্রালয়ে বাম চোখের অপারেশন করেন দরিদ্র পরিবারটি। এজন্য বহুবার পরিবারটিকে ভারতে যেতে হয়েছে।
এসময় ভারতের চিকিৎসকরা দ্রুততম সময়ে তার অপর ডান চোখেরও অপারেশন করতে বলেছেন। অন্যথায় বাম চোখের দৃষ্টিশক্তি আবারো ক্ষতিগ্রস্ত হবে বলে স্পষ্ট করে দেন। এ অপারেশনের জন্য ব্যায় হবে কমপক্ষে ১০ লাখ টাকা। কিন্তু অসহায় গার্মেন্টস শ্রমিক পিতা বাবু মিয়ার পক্ষে মেয়ের চিকিৎসার জন্য এতে পরিমাণ টাকা সংগ্রহ করা অসম্ভব ও সুসাধ্য হয়ে পরে।
দৃষ্টি প্রতিবন্ধী আলভী বলেন, আমি বাম চোখ দিয়ে সামান্য দেখতে পাই। কিন্তু কোনো লেখা পডতে পারি না। ফোনে সফটওয়ার দিয়ে বাসায় পড়ে পড়ে ষষ্ঠ শ্রেণিতে উঠেছি।তবে ডান চোখের অপারেশন করতে পারলে আমি স্বাভাবিক মানুষের মতো হয়তো দৃষ্টিশক্তি ফিরে পাবো। তখন পড়াশোনা চালিয়ে যেতে পারবো। এসময় তার কথা শুনে জেলা প্রশাসক(ডিসি) দৃষ্টি প্রতিবন্ধী আলভীর পাশে থাকারও আশ্বাস দেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ