বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দনসহ পরিবেশবান্ধব করতে জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) পবিত্র মাহে রমজানে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের(নাসিক) যৌথ উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ ময়লা অবর্জনা অপসারণ করা হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সাইনবোর্ড, ভুইগড়, জালকুড়ি, শিবুমার্কেট এলাকা থেকে ৯ ট্রাকের বেশি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় গ্রীন নগরী গড়ার লক্ষ্যে এ কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। নগরীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করতেই এ প্রচেষ্টা। এ ধরনের উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।এসময় তারা রাজনৈতিক সংগঠন ব্যক্তিবর্গ এবং নগরবাসীকে সৌন্দর্য রক্ষায় অপ্রয়োজনীয় ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানান পাশাপাশি পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নিদিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানান।