জাগরণ সংস্থা’র উদ্দ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন

- আপডেট সময়- ০৫:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
ঈদের আনন্দ ভাগ করে নিতে মানবতার ফেরিওয়ালা জাগরণী সংস্থার চেয়ারম্যান মনোয়ারা আলোর পক্ষ থেকে অসহায় দুস্থ ও সুবিধাবঞ্চিতরা পেলো ঈদের সামগ্রী উপহার।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় নিজ কার্যালয়ে জাগরণ সংস্থা চেয়ারম্যান মনোয়ার আলো এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
বিগত বছরের ন্যায় এবারও নগরীর নিতাগনঞ্জ এলাকায় সুবিধাবঞ্চিত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রীসহ আসন্ন ঈদকে সামনে রেখে অসহায়দের এ উপহার দিয়ে আসছেন মানবতার ফেরিওয়ালা সংস্থার চেয়ারম্যান মনোয়ার আলো।
ঈদে এ উহার সামগ্রী পেয়ে আনন্দিত অসহায় হতদরিদ্র পরিবার গুলো।
নাম না প্রকাশ শর্তে এক অসহায় জানান, আমরা অত্যন্ত গরীব মানুষ। ঈদের সময় একটু ভালমন্দ খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হয়।এ সংস্থার উদ্দ্যোগে প্রতিবারে মতো এবার ঈদ উপহার সামগ্রী পেয়ে আমাদের অনেক উপকার হয়ে, আমরা এ সংস্থার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করছি, দোয়া করছি সংস্থা চেয়ারম্যানের জন্য।
মানবতার ফেরিওয়ালা খ্যাত জাগরণী সংস্থার চেয়ারম্যান মনোয়ারা আলো বলেন, এ সংস্থা সবসময় সাধারণ মানুষের জন্য। অসহায় ও দুস্থদের জন্য এ সংস্থা সবসময় কাজ করে থাকে। আমরা যেন যার যার সামর্থ্য অনুযায়ী দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সে আসা ব্যক্ত করছি।আমারা প্রতিবছরই ইফতারের পাশাপাশি এধরণের আয়োজন করার চেষ্টা করি মানব সেবায়।
তিনি আরও বলেন, আমরা চাই সবাই ঈদের আনন্দ এক সাথে ভাগাভাগি করে নিতে। আমরা চাই ঈদের আনন্দ থেকে কোন পরিবার বঞ্চিত না হয়। আমরা সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাই। যাদের সামর্থ্য নেই তারাও যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে।এতেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা সফল হবে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ