পবিত্র রমজান মাস এবং ঈদকে সামনে রেখে নগরবাসীকে যানজটের দুর্ভোগের কবল থেকে মুক্তি দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণে বিকেএমইএ ও চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে জেলা পুলিশকে ২৫ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের(এসপি) কার্যালয়ে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ অন্যান্য পরিচালকগন উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
এসময় বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সরকার যে রাজস্ব পায়, তার মধ্যে নারায়ণগঞ্জ সর্বশীর্ষে। এমন একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় যানজট নিরসনসহ জনসাধারণের দূর্ভোগ কমাতে এবং নগরবাসীকে স্বচ্ছন্দে চলাচল করতে ব্যবসায়ীরা এগিয়ে আসছেন। বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনের জন্য কমিউনিটি পুলিশের অতিরিক্ত কাজের সুবিধার্থে বেতন/ভাতা প্রদানের লক্ষ্যে আমরা পুলিশকে এ সামান্য সহায়তা করেছি।
চেম্বার অব কমার্সের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যবসায়ীক প্রাণকেন্দ্র। এখানে যে যানজটের দুর্ভোগ রয়েছে, তা কমাতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আমরাও সম্মিলিতভাবে কাজ করছি। যাতে করে ব্যবসায়ীরা ও নগরবাসী নির্বিঘ্নে দ্রুত তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেন। কমিউনিটি পুলিশের বিশেষ কার্যক্রমের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধানের চেষ্টা করছি।
পুলিশ সুপার(এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, নারায়ণগঞ্জ আমাদের সবার, এবং এখানে বিকেএমইএ ও চেম্বার অব কমার্সের একটি বড় অবদান রয়েছে। আমরা চাই নারায়ণগঞ্জ যানজটমুক্ত থাকুক, বিশেষ করে রমজান মাসে। ব্যবসায়ী সংগঠন জেলার কমিউনিটি পুলিশের জন্য যে সহযোগিতা করেছেন, এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, সোহেল আক্তার, মো. মজিবুর রহমান প্রমুখ।