সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আবহাওয়া ও জলবায়ু, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দূর্নীতি দমন কমিশন(দুদক), দেশজুড়ে, নারায়ণগঞ্জ, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, সোনারগাঁ
সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের আহত-৩

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নে সিংরাব গ্রামের নিরহ সুবিদ আলি গং দের ক্রয় কৃত সম্পত্তি জোর করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের দোসর সন্ত্রাসী গোলাম মোস্তফা।
এ বিষয়ে সোনাখা থানা অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়,
মো: শফিউল্লাহ (২৫), পিতা-মোঃ সুবেদ আলি, গ্রাম-সিংরাব, পোঃ বরাব, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ অদ্য থানায় হাজির হইয়া আসামী ১। মোঃ গোলাম মোস্তফা (৪০) পিতা-মোমিন খলিফা সাং সিংরাব, পোঃ বরাব ২/ জসিম শিকদার (৪০) পিতাঃ আঃ জব্বার সাংসাদিপুর ৩/ সাদ্দাম (৩০), পিতা- তহিদ আলি সাং বরাব, ৪/তাজুল (৩৫) পিতা- জালাল উদ্দিন, সাং বরাব ৫/আনোয়ার (৩০) পিতা- ওসমান সাং বরাব ৬/ অপু (৩০) পিতা-রহি, সাং চেঙ্গাইন, ৭/ আরিফ হোসেন (৩০) পিতা- আলি হোসেন সাং বরাব, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ-গন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন আসামীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে, আমি সহ মোট ২ জন নিম্নে বর্নিত তফসিল ভূক্ত সম্পত্তি বিগত ১০/১২ বছর ধরে বায়না রেজিষ্ট্রী মূলে ক্রয় করি, দলিল দাতা পলাতক বিদায় উক্ত সম্পত্তিতে শাক-সবজি চাষ করিয়া শান্তিপূর্ণভাবে বসত বাড়ি করিয়া ভোগ-দখল করিয়া আসিতেছি। উল্লেখিত আসামীগন দীর্ঘদিন যাবৎ আমাদের দখলীয় উক্ত সম্পত্তি অবৈধভাবে দখলের পায়তারা করিয়া আসিতেছে।। উল্লেখিত বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও বিবাদীগন আমাদের ভোগ-দখলীয় সম্পত্তি জোর পূর্বক অবৈধভাবে দখলের অপচেষ্টা করিয়া আসিতেছে। গত ইং ০৬/০৩/২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় উল্লেখিত১, ২, ৩, ৪, ৫,৬,ও৭ বিবাদীগন সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন বিবাদী আমাদের উক্ত সম্পত্তিতে প্রবেশ করিয়া বিবাদীরা উক্ত সম্পত্তিতে আসামী দা, চাপাতি, ছুরি, লোহার রড, হকিষ্টিক, লাঠি-সোটা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া সোনারগাঁ থানাধীন সিংরাব সাকিনস্থি কালা মিয়ার দোকান এর পাশে এসে আমার বাড়িতে আমার বাবা মোঃ সুবেদ আলি, আঃ রহিম (চাচাত ভাই) সাইদুর রহমান (চাচা) বাধা দিলে, ওনাদের উপর হত্যার উদ্দেশে এলোপাথারীভাবে আঘাত করে রক্তাত জখম করে বিবাদীরা উক্ত সম্পত্তিতে থাকা সীমানা প্রাচির ভেঙ্গে ফেলে। নতুন করে তারা বাশ দিয়ে আমাদের দখল কৃত জমি জোর করে দখল করার চেষ্টা করে ১নং বিবাদী পূবে উক্ত সম্পত্তিতে থাকা ১টি দোকান মালামাল সহ রাতের আধারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, এ বিষয়ে থানায় ২টি অভিযোগ দায়ের করা আছে এবং যেকোন সময়ে আমাদের উক্ত সম্পত্তি অবৈধভাবে দখল করিয়া নিবে এবং বাঁধা দিলে বিবাদীরা আমাকে সহ উক্ত সম্পত্তির অন্যান্য মালিকদের খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ