সোনারগাঁয়ে অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার-১

- আপডেট সময়- ০৫:২৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক গৃহবধূকে (৪০) অটোরিকশা থেকে নামিয়ে তুলে নিয়ে ছিনতাইসহ সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত অয়ন সোনারগাঁ উপজেলার পিরোজপুরের ইউনিয়নের মো. হালিম মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারী গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় বাবুর্চির সহকারী।
বুধবার (১২ মার্চ) র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত প্রেস এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ভিকটিম গৃহবধূ অসুস্থ বোনকে দেখতে দেবরকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি হাসপাতালে আসেন। বোনকে দেখে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তায় পৌঁছালে সজীব, হাসান ও অয়নসহ অন্তত ৮জন গৃহবধূর অটোরিকশার গতিরোধ করে। এরপর তাদের জিম্মি করে গৃহবধূ ও তার দেবরকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নেয় তারা। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে দেবরকে আটকে রেখে মারধর করে সঙ্গে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দূবৃত্তরা। সেইসঙ্গে গৃহবধূর কানের দুল সহ স্বর্নালংকার ছিনিয়ে নিয়ে যায়। এরপর সজীব, হাসান ও অয়নসহ উক্ত ৮ জন মিলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
র্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এজাহারনামীয় আসামি অয়নকে মঙ্গলবার রাতে গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ মামলার বাকি অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ