সিদ্ধিরগঞ্জে অপহৃত শিশু ও কিশোরীকে পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পিবিআই

- আপডেট সময়- ০১:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট।।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি থেকে অপহৃত দুই শিশু ও কিশোরীকে পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পিবিআই।
মঙ্গলবার(১৮ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ১৭ মার্চ (সোমবার) সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও ছায়া তদন্তের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বছরের কিশোরীকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে এবং ১৩ বছরের শিশুকে চাঁদপুরের কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃতরা দুজনের মধ্যে একজন মাদ্রাসা ও অপরজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী।
তথ্য সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের করা হয় ১৭ বছর বয়সী ওই কিশোরীকে। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে ভিকটিমের পিতা মো. আনোয়ার হোসেন।
এরও আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় অপরজন স্কুলে যাওয়ার পথে রাস্তায় অপহরনের শিকার হন ১৩ বছরের শিশু। এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮) সহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে শিশুটির মা বিজ্ঞ আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলাটি পিবিআই এর হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় দুই নারীকে সফলভাবে উদ্ধার করা সম্ভবপর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ