সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ পুলিশি হেফাজতে

- আপডেট সময়- ০৬:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

চট্রগ্রাম প্রতিনিধি।।
বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অবরুদ্ধের পর পুলিশি হেফাজতে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা বৃহস্পতিবার(২০ মার্চ) বেলা দুইটার দিকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবনে তাকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে পুলিশ চট্টগ্রাম বেতারে দায়িত্বরত শরীফ মাহমুদকে হেফাজতে নিয়ে আসে।
তবে শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট শরীফ মাহমুদ সাক্ষরিত একটি চিঠিতে দেশে কারফিউ জারি হয়েছিল। তাই তাকে আটক করতে হবে।
এ ঘটনায় ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী রফিক আহমেদ বলেন, শরীফ মাহমুদকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী করণীয় ব্যবস্থা ঠিক করা হবে।
শরীফ মাহমুদের বিরুদ্ধে মামলা রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, যতটুকু জেনেছি, ওই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদকে একটি মামলা রয়েছে।পরবর্তীতে আমরা দুদকের সঙ্গেও যোগাযোগ করেছি। তাদের মামলা তদন্ত চলমান রাখা অবস্থায় আটক দেখাবে কিনা, তারা তা জানাবে। আপাতত তাকে আমরা হেফাজতে নিয়ে এসেছি।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শরীফ মাহমুদ এর আগে প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বর্তমানের তিনি চট্টগ্রাম বেতারে কর্মরত আছেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ