সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের ভোটকেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময়- ০৫:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে

ইব্রাহীম হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :
বৃহস্পতিবার (২০মার্চ) সকাল ১০:০০ টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-৪ আসনের আসন পরিচালক জনাব অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা আমীর মাওঃ আব্দুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা অঞ্চলের অন্যতম টিম সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব মাষ্টার সফিকুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর জনাব নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জনাব মাওঃ আজিজুর রহমান।
কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআনের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওঃ গোলাম মোস্তফা, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার নায়েবে আমীর, সহঃ সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগন।
প্রধান অতিথিসহ আলোচক গন বলেন আগামী নির্বাচনে জাতীর আশা আকাঙ্ক্ষা পূরণ করতে জামায়াতের দায়িত্বশীল ও ভোট কেন্দ্র পরিচালকদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সকল ধরনের অপ্রীতিকর ও সহিংসতা ঠেকাতে এবং দুষ্কৃতকারীদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে আহ্বান করেন।
সব শেষে মাহে রমাদানে নিজেদের পরিশুদ্ধ ও পবিত্র করা এবং ফিলিস্তিনি নারী-শিশু ও সাধারণ মানুষের হেফাজতের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ