রূপগঞ্জের নূর ম্যানশন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

- আপডেট সময়- ০৬:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গাউছিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কসপ পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫টি দোকান, বসতঘর পুড়ে গেছে। আগুন অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পনে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলাকাদাইল এলাকায় ওই মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নুরম্যানশন মার্কেটের পুড়ে যাওয়া অংশ টিন, হার্ডওয়্যার, গাড়ির মেশিনারিজ, ফার্ণিচার দোকানপাট ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পনে ৩টার দিকে নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কসপ পট্টিতে ওয়েস্টিজের একটি দোকানে আগুন দেখতে পান। কিছুসময় পর আগুনের লেলিহান শিখা পুরো ওয়ার্কসপ পট্টি ও ফার্ণিচার মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভিতরে থাকা সব দোকানের মালামাল পুড়ে গেছে। এত অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। তারা প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ