সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, আন্তর্জাতিক, উপজেলা প্রশাসন, গজারিয়া, গণমাধ্যম, জাতীয়, জেলা প্রশাসক কার্যালয়, টঙ্গীবাড়ী, দেশজুড়ে, নারী ও শিশু, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, লৌহজং, শ্রীনগর
মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।বুধবার (২৬ মার্চ)দিনটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কাচারী চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।এদিকে বুধবার ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির আওয়াজে মুখরিত হয় মুন্সীগঞ্জ শহর।এরপর মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত,পুলিশ সুপার(এসপি)শামসুল আলম সরকারসহ জেলা ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।পরে মুক্তিযোদ্ধা সংসদ,মুন্সীগঞ্জ প্রেসক্লাব,মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে),বাংলাদেশ কৃষি ব্যাংক বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন মুন্সীগঞ্জ জেলা,সদর ও পৌরসভার বিএনপি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল।সকাল সাড়ে ৮ টায় মুন্সীগঞ্জ বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও সরকারী হরগঙ্গা কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও পৃথকভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একাত্তরের চেতনায় সাম্য, মানবিক মর্যাদা,সামাজিক সুবিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক মুক্তির দাবি জানান।তারা একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ