সর্বশেষ:-
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালী

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে

মামুনুর রহমান, ঈশ্বরদী,পাবনা।।
সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য র্যালী করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী পৌর জামায়াতের উদ্যোগে এবং বিকেলে উপজেলার সকল ইউনিয়নে র্যালী বের করা হয়।
ঈশ্বরদী পৌর জামায়াতের র্যালী সকাল ১০টায় শহরের রেলগেটস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়। র্যালীটি শহরের মেইন রোড স্টেশন সড়ক হয়ে কলেজ রোড প্রদক্ষিণ করে। এরপর হাসপাতাল সড়ক হয়ে পোস্ট অফিস মোড় হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়।
র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালী শেষে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও দলটির মনোনীত পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক।
ঈশ্বরদী পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম খান এর সার্বিক ব্যবস্থাপনা ও সেক্রেটারি মাওলানা আল আমিন এর পরিচালনায় র্যালীটিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা বেহায়াপনা থেকে বিরত থাকা, যাকাত ভিত্তিক সমাজ গড়াসহ বিভিন্ন আহবান জানিয়ে ব্যানার ফেস্টুন, প্লাকার্ড হাতে বহন করে পৌর জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় সড়কের দুপাশের দোকানদার, বাজারের ব্যবসায়ী ও জনসাধারণ হাত নেড়ে র্যালীটিকে অভিভাধন জানান।
এদিকে শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর, পাকশী, সাহাপুর ইউনিয়ন সহ সকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করে নেতাকর্মীরা। র্যালী গুলো স্ব স্ব ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ