সর্বশেষ:-
প্রচ্ছদ /
অর্থ ও বাণিজ্য, আইন আদালত, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসক কার্যালয়, দেশজুড়ে, নারী ও শিশু, পটুয়াখালী, বরিশাল, বাউফল, বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ
বাউফলে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময়- ০৫:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফলে তরমুজের ট্রলার ডাকাতির সময় গণপিটুনিতে এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়।
তবে এখনো পর্যন্ত ওই ডাকাত সদস্যর নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
সূত্র জানায়, গলাচিপার চরকাজল থেকে ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রলার। শনিবার ভোর রাতে তরমুজ বোঝাই ট্রলারটি বাউফলের কেশবপুর এলাকা অতিক্রমের সময় ৭-৮ জনের একদল ডাকাত একটি দ্রুতগতির ট্রলার নিয়ে তরমুজ বোঝাই ট্রলারের পিছু নেয়। একপর্যায়ে ডাকাতদল তেঁতুলিয়া নদীর কালা মিয়ার বাজার এলাকায় পথরোধ করে তরমুজ বোঝাই ট্রলারটির তাদের নিয়ন্ত্রণে নেয়।
এ সময় ডাকাত দল ওই ট্রলারে থাকা চালকসহ ৮ জনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় আহত এক ব্যক্তি এক ডাকাত সদস্যকে জাপটে ধরে নদীতে ঝাঁপিয়ে পড়লে অন্য ডাকাতরা পালিয়ে যায়। পরে হামলার শিকার আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা এসে ডাকাত দলের সদস্যসহ তাদেরকে উদ্ধার করেন।
স্থানীয়রা আটক ওই ডাকাতকে গণপিটুনি দিলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাকাত দলের হামলায় আহতরা হলেন- সহিদুল মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, বারেক মাতুব্বর, ফরহাদ হোসেন, হাবু পেশকার, ফয়সাল, মেহেদি ও সেলিম।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সহিদুল মাতুব্বর, মেহেদি হাসান ও সেলিম মাঝিকে শনিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ডাকাত সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দুপুরে ওই ডাকাত সদস্যের মৃত্যু হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ভোররাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। তরমুজ বোঝাই ট্রলারটি আইনী প্রক্রিয়া শেষ করে দ্রুত ছেড়ে দেওয়া হবে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস:-

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ