ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের মামুন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- আপডেট সময়- ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রোববার(১০ মার্চ) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক(ডিসি) ও জেলা পুলিশ সুপারের(এসপি) বরাবর স্মারকলিপি দেন মানববন্ধনে অংশগ্রহনকারী নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্যবিরোধী আন্দোলনে ফলে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে একই সঙ্গে পালিয়ে যায় তার দোসররাও। সে সকল দোসররা পালিয়ে থেকে তাদের অনুসারীদের দিয়ে অর্থের বিনিময়ে দেশকে অস্থিতিশীল করতে হত্যা, ছিনতাই, ডাকাতি, লুটপাট, ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের অন্যতম দোসর ফতুল্লার কুতুবআইল এলাকাসহ শিল্পাঞ্চলের গডফাদার আকতার ও সুমনের অর্থায়নে ভাড়াটে কিলাররা গুলি করে মামুনকে হত্যা করেছে দাবী করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, জেলা কৃষকদল নেতা জুয়েল আরমান,ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, সাধারণ সম্পাদক ইমন, ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, এসকে শাহিন, হারুনুর রশীদ হারুন, আরিফ প্রধানসহ নিহতের পরিবারের সদস্যগন।মানববন্ধন শেষে তারা স্মারকলিপি দেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ