না’গঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে অর্থদন্ড

- আপডেট সময়- ১১:৪৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ শহরের অন্যতম বিক্রয়কেন্দ্র দ্বীগুবাবুর বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমান অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার, ১নং রেলগেট সংলগ্ন ফলপট্টি বাজারে ভ্রাম্যমাণ আদালত কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মোনাব্বর হোসেন বলেন, মাহে রমজানে দ্রব্যমূল্যের উধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিশেষ করে বাজারে সয়াবিন তেল, ইফতার সামগ্রী, কাচাবাজার মনিটরিং করা হয়।
এসময় ভোজ্যতেল মূল্য বৃদ্ধির উদ্দ্যেশে বোতলজাত সয়াবিন তেল দোকানে সংরক্ষণ করায় ৫-৬টি দোকানে প্রাপ্ত প্রায় ৬০টি ৫ লিটার বোতলজাত সয়াবিন তেল ৮৫২ (নির্ধারিত মূল্য) টাকা দরে উপস্থিত ক্রেতাদের নিকট লাইন ধরে বিক্রয় করা হয়। এ ছাড়া ২ লিটার বোতলজাত সয়াবিন তেলও সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।
তিনি আরো বলেন, নির্ধারিত মূল্যের অধিক দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় মোট ৬ হাজার টাকা অর্থদন্ড জরিমানা আরোপ করে আদায় করা হয়।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ