না’গঞ্জে এবার নতুন ভোটার যুক্ত হয়ে মোট সংখ্যা ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন।

- আপডেট সময়- ০২:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
রোববার (২ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি আনুষ্ঠানিক উদযাপন করা হয়।
এসময় জানানো হয়েছে, এবার নারায়ণগঞ্জ জেলায় নতুন ভোটার বেড়েছে ৩৫ হাজার ৫২২ জন। এর ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তিনি জানান, গত বছর নারায়ণগঞ্জ জেলায় ভোটার সংখ্যা ছিল ২৩ লাখ ১৬ হাজার ৪০৭ জন, এ বছর তা ৩৫ হাজার ৫২২ জন বৃদ্ধি পেয়ে ২৩ লাখ ৫১ হাজার ৯২৯ জনে পৌঁছেছে।
প্রসঙ্গ উল্লেখ্য যে,বাংলাদেশ নির্বাচন কমিশন ২০০৭-২০০৮ সালে প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করে। ২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে, যাতে ভোটার তালিকা প্রণয়নের ক্ষেত্রে সমাজের জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান শর্ত হলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচন। এর জন্য প্রয়োজন নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা।
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) তারেক আল মেহেদী, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিকবুজ্জামান রেনু এবং সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার ও নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তালহা সিকদার দিগন্তও সভায় বক্তব্য রাখেন।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ