বিশেষ প্রতিবেদক।।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর যানজট নিরসনে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
রোববার (১৬ মার্চ) দুপুর ২টায় চাষাড়া মোড়, শায়েস্তা খান সড়ক, বিবি সড়ক, মীর জুমলা সড়কে এই উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে পথচারী সাধারণ জনগণকে সচেতন করা হয়। এসময় অবৈধভাবে পার্কিং করা গাড়ি ও রাস্তায় মালামাল রাখার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদন্ড জরিমানা করা হয়।পরবর্তীতে তাদের সকলকে নিয়মমাপিক যান চলাচলে সহযোগিতা করতে বলা হয় এবং ভবিষ্যতে যাতে করে এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটে এবং অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানানো হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার। তার নেতৃত্বেই পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৬টি মামলায় ৬ ব্যক্তিকে মোট ১০হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রের সাদিয়া আক্তার জানান, জেলা প্রশাসক মহোদয় ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নগরীর যানজট নিরসন ও জনস্বার্থে এই চলমান অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে।