টাকা ছাড়া সুন্দরগঞ্জের প্রশাসন কাজ করে না: অধ্যাপক মাজেদুর রহমান

- আপডেট সময়- ০৬:৪০:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ
সুন্দরগঞ্জের প্রশাসনিক কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র গাইবান্ধা জেলা নায়েবে আমীর ও সুন্দরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান এ বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “সুন্দরগঞ্জের প্রশাসন টাকা ছাড়া কোনো কাজ করে না। থানার ওসি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা সেবা প্রদানের বদলে ঘুষের প্রত্যাশা করেন।”
অধ্যাপক মাজেদুর রহমানের বলেন, সুন্দরগঞ্জ থানার ওসি জমিজমা সংক্রান্ত অভিযোগ নিয়ে গেলে সরাসরি মামলা করতে আদালতে যাওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “৫ই আগস্টের পর সুন্দরগঞ্জে কোনো বিশৃঙ্খলা না হলেও প্রশাসনিক কর্মকর্তারা টাকা ছাড়া কোনো কাজ করেন না। যা জনগণের সেবার বদলে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান (বেলাল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার। সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম সরকার মঞ্জুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক মো. বদরুল আমিন, যুব ও মানবসম্পদ বিভাগের উপজেলা সভাপতি অধ্যাপক ইব্রাহিম আলী সরকার, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নুরুন্নবী প্রামাণিক সাজু প্রমুখ।
অধ্যাপক মাজেদুর রহমান সুন্দরগঞ্জের জনগণকে “সুন্দর” আখ্যায়িত করে বলেন, “এই এলাকার মানুষ শান্তিপ্রিয় ও সহনশীল। কিন্তু প্রশাসনের দুর্নীতি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।” তিনি প্রশাসনিক সংস্কারের আহ্বান জানান এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর প্রতিবেদন অনুযায়ী, ভূমি রেজিস্ট্রি অফিসের মতো প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। সেবা পেতে সেবাগ্রহীতাদের ৫০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। এই পরিস্থিতি পরিবর্তনের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
সুন্দরগঞ্জের প্রশাসনিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ স্থানীয় জনগণের জীবনকে ব্যাহত করছে। অধ্যাপক মাজেদুর রহমানের বক্তব্যে এই সমস্যার গভীরতা ফুটে উঠেছে। প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুন্দরগঞ্জের জনগণের সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
নিউজটি শেয়ার করুন

-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ